۳۰ اردیبهشت ۱۴۰۳ |۱۱ ذیقعدهٔ ۱۴۴۵ | May 19, 2024
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / যে ব্যক্তি নিজে কাঁদবে বা কাঁদাবে বা কাঁদার মতো ভান করবে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সবাইকে তার প্রতিদান দেবেন। কেয়ামত হল পুনরুত্থান দিবস।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ رَسُوْلُ اللّٰه : یٰا فَاطِمَةُ! کُلُّ عَیْنٍ بٰاکِیَة یَوْمَ الْقِیٰامَةِ اِلَّا عَیْن بَکَتْ عٰلی مُصٰابِ الْحسینؑ فَاِنَّھٰا ضٰاحِکَةٌ مُسْتَبْشِرَةٌ بِنَعِیْمِ الْجَنَّةِ

মহানবী (সাঃ) বলেছেন : "হে ফাতেমা! কিয়ামতের দিন, ইমাম হোসায়েন (আঃ)-এর শোকে ক্রন্দনরত চক্ষু ছাড়া প্রতিটি চক্ষু ক্রন্দন করবে। নিঃসন্দেহে এমন চোখ আনন্দিত থাকবে এবং তাকে জান্নাতী নেয়ামতের সুসংবাদ দেওয়া হবে।"

রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি নিজে কাঁদবে বা কাঁদাবে বা কাঁদার মতো ভান করবে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সবাইকে তার প্রতিদান দেবেন। কেয়ামত হল পুনরুত্থান দিবস। সবারই চোখ কাঁদবে, কিন্তু ইমাম হোসায়েন (আঃ)-এর শোকে শোকাহত চোখ আনন্দ উল্লাসে ফেটে পড়বে।

تبصرہ ارسال

You are replying to: .